ঘাটালের সুলতানপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে উঠল তৃণমূলের দলীয় পতাকা, তৈরি সক্রিয় সংগঠন

মনসারাম কর: রাজ্যে তৃণমূল তৃতীয়বার ক্ষমতা দখলের পর সংগঠন ঢেলে সাজাতে শুরু করেছে দলীয় নেতৃত্ব। ঘাটালে তৃণমূলের দুর্বল এলাকাগুলিতেও নতুন করে সক্রিয় সংগঠন তৈরি করতে শুরু করেছে তৃণমূল। গত লোকসভা ও বিধানসাভা ভোটের ফলাফলে পিছিয়ে থাকা গ্রামগুলিতে সংগঠন সক্রিয় করার পাশাপাশি বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলা ও নতুন করে পতাকা তোলা শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। গত কয়েকদিন ধরে ঘাটালের সুলতানপুর অঞ্চলের সোয়াই বালিডাঙ্গা সহ বিভিন্ন গ্রামে ঘাটাল ব্লক ও সুলতানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দলীয় পতাকা তুলেছে তৃণমূল। ওয়াকিবহাল মহলের মতে, একদিকে ঘাটালে বিধায়ক পদ বিজেপির দখলে থাকলেও উন্নয়নের কাজে নাগাল পাচ্ছেন না তিনি, ফলে বিজেপি কর্মীদের একাংশ তৃণমূলে নাম লেখাতে শুরু করেছেন। অনেকের মতে, লোকসভা ভোটের পর ঘাটালে বিজেপি যেভাবে তাদের সংগঠন শক্ত করেছিল, বিধানসভা ভোটের পর ঠিক সেভাবেই তাদের সংগঠন দুর্বল হতে শুরু করেছে। লোকসাভা ভোটে বুথ ভিত্তিক ফলাফলে সুলতানপুর অঞ্চল জুড়ে তৃণমূলের ভরাডুবির পর এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কয়েকমাস ঘর ছাড়া ছিলেন তৃণমূল কর্মীদের অনেকেই। তারপর থেকেই বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীরা কার্যত নিস্ক্রিয় ছিলেন। বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতা দখলের পর হারানো জমি পুনরায় ফিরিয়ে আনার চেষ্টায় তৃণমূল।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।