এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

স্কুল শিক্ষকের বদলি নিয়ে ঘুষ চাওয়া সংক্রান্ত মামলার মনসুকায় সিআইডি টিম। স্কুলের মধ্যে চলল দীর্ঘ জেরা

Published on: April 30, 2022 । 10:14 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ৩০ এপ্রিল শনিবার বেলা ১২টা নাগাদ ঘাটালের মনসুকা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলে যায় সিআইডির চার সদস্যর একটি টিম। যার নেতৃত্বে ছিলেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। সূত্রের খবর, আজ মনসুকার ওই স্কুলে সিআইডির টিম পৌঁছে কথা বলেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত পালের সাথে এবং তাঁর বয়ানও রেকর্ড করা হয় বলে জানা যায়। পাশাপাশি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাথেও কথা বলে সিআইডি টিম। অভিযুক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামী ও অনুপকুমার সামন্তকেও জিজ্ঞাসা বাদ করেন সিআইডি টিম। দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত সিআইডির এই টিম জিজ্ঞাসাবাদ চালায় একের পর এক। উল্লেখ্য,ঘাটালের মনসুকা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলের এক সহকারী শিক্ষক গণেশ রজক তাঁর বদলির জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সাথে যোগাযোগ করেন। ফোনে বদলি সংক্রান্ত বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সাথে সহকারী শিক্ষক গণেশ রজকের কথপোকথনের ফোন রেকডিং প্রকাশ্য আসে। যাতে বদলির জন্য গণেশবাবুকে লক্ষাধিক টাকা চাওয়ায় অভিযোগ ওঠে অসিত গোস্বামীর বিরুদ্ধ। ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী শিক্ষক গণেশ রজক। সেই মামলার শুনানি হয় গত ২০ এপ্রিল,হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়।অভিযোগকারী শিক্ষকের আইনজীবী এজলাসে একটি অডিও রেকর্ডিং পেশ করে তা এজলাসে বসেই শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেখানে কথপোকথনে বদলির জন্য টাকার প্রসঙ্গ শোনা যায়।তারপরই সিআইডি(DIG) কে এই মামলার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট,  সেই তদন্তের জন্যই আজ সিআইডি টিম মনশুকায় আসে, তবে তদন্তের বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি তদন্তকারী অফিসাররা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।