সৌমেন মিশ্র,ঘাটাল:স্থানীয়দের অভিযোগ ছিল ঘাটালে শিলবতী নদীর উপর বিদ্যাসাগর সেতুর উত্তর দিকে ফুটপাতে কংক্রিটের প্লেট এলোমেলোভাবে পড়ে। দিনে ও রাতের অন্ধকারে অনেকেই হোঁচট খাচ্ছেন। ৭ সেপ্টেম্বর বুধবার রাতে স্থানীয় সংবাদে খবরটি প্রকাশ পেতেই সেতুর ওই ফুটপাত সারানোয় হস্তক্ষেপ করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাত সকালেই এলোমেলোভাবে পড়ে থাকা কংক্রিটের প্লেট সরিয়ে যথাযথভাবে পেতে দেওয়া হল। ঘাটালের মহকুমাশাসকের এমন তৎপরতায় আপ্লুত ঘাটালবাসী। ঘাটাল কুশপাতার বাসিন্দা পলাশ মান্না বলেন,ওই প্লেট সত্যিই খুব সমস্যার ছিল। ওই ব্রিজের ফুটপাত দিয়ে হাঁটার সময় অনেকেই হোঁচট খেয়ে পড়েছে। মহকুমাশাসক সুমনবাবু এমন অনেক ছোটো-ছোটো সমস্যাকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, আমরা কৃতজ্ঞ।
দুর্ঘটনা এড়াতে মহকুমাশাসকের তৎপরতায় মেরামত হল বিদ্যাসাগর সেতুর ফুটপাত
By সৌমেন মিশ্র
Published on: September 8, 2022 । 11:49 AM








