এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিয়েবাড়ি এসে দেওয়াল চাপা পড়ে মৃত বালক, আহত কিশোর

Published on: November 28, 2020 । 10:39 PM

সোমেশ চক্রবর্তী: মাসতুতো দাদার বিয়েতে এসে দেওয়াল চাপা পড়ে মৃত ১ আহত১। ঘটনাটি আজ ২৮ নভেম্বরে ঘটেছে ঘাটাল বেলসর গ্রামে। ওই গ্রামের সৌভিক চৌধুরীর বিয়েতে
বাবা মার সঙ্গে ডেবরা থেকে এসেছিল ১২বছরের সন্দীপ মাইতি ও তার পনের বছরের দাদা। সন্দীপ এবং সৌভিক বাবু সম্পর্কে মাসতুতো ভাই। আজ সন্ধ্যায় বিয়ে বাড়িতে সবাই যখন ব্যস্ত সেই সময় সন্দীপ ও তার দাদা খেলায় মগ্ন ছিল। হঠাৎ সৌভিক বাবুদের এক নির্মীয়মান দেওয়াল ধসে পড়ে দুই ভাইয়ের শরীরের ওপর। বিয়েবাড়ির হৈ হুল্লোড়ে দেওয়াল চাপা পড়ার খানিকটা পর সবাই বিষয়টি যখন জানতে পারেন তখন ১২ বছরের সন্দীপের দেহে প্রাণ ছিল না। গুরুতর আহত সন্দীপের বছর পনেরোর দাদা। দুজনকেই ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার সন্দীপকে মৃত বলে ঘোষনা করেন। সন্দীপের দাদার পায়ের আঘাত গুরুতর। দুই কিশোরের মর্মান্তিক দুর্ঘটনার জন্য নিমেষে পাল্টে যায় বিয়েবাড়ির উৎসব মুখর পরিবেশ। কলরব আর হৈ চৈ এর বদলে বেলসরের এই বিয়েবাড়িতে শুধুই কান্নার রোল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭