এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের নারায়ণপুরে পাশাপাশি দুটি মন্দিরে চুরি, চাঞ্চল্য

Published on: February 19, 2020 । 10:32 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল থানার নারায়ণপুরে পর পর দুটি মন্দিরের চুরিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হল। স্থানীয় বাসিন্দারা বলেন, আজ ১৯ ফেব্রুয়ারি সকালে শিব ও শীতলা মন্দিরের গেটের তালা ভাঙা দেখে সন্দেহ হয়। তারপরই জানা যায়, দুটি মন্দির থেকে সোনা ও রূপার গয়না মিলিয়ে ৭০-৮০হাজার টাকার সম্পদ দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে গিয়েছে। একই সঙ্গে ওই এলাকার দীপেন মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িরও চাবির ভাঙা হয়। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad