এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় গরুচুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধৃত তিন যুবক

Published on: August 23, 2019 । 12:11 PM

রাতের অন্ধকারে গরুচুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়লো তিন যুবক।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মহেশপুর খাঁনডাঙ্গা এলাকার।তিনজনকেই বেঁধে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে তিনজনকেই উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।পুলিশ সূত্রে জানাযায়,ধৃত তিন যুবকের নাম আহমদ খাঁন বাড়ি গড়বেতা থানার বরডিহা গ্রামে,সাদক আলি বাড়ি কেশপুর থানার নেড়াদেউল এবং সেখ সাইফুদ্দিন বাড়ি চন্দ্রকোনা থানার খিড়কিবাজার এলাকায়। দীর্ঘদিন ধরেই গড়বেতা ও চন্দ্রকোনা থানা এলাকার কয়েকটি জায়গা থেকে গরুচুরির অভিযোগ আসছিলো পুলিশের কাছে। এখন দেখার ধৃত এই তিনজনের থেকে সে সব চুরির কিছু হদিস মেলে কিনা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭