এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এবার ফরওয়ার্ড ব্লক নেতার বিজেপিতে যোগ

Published on: December 26, 2020 । 8:21 PM

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির হাত আরও মজবুত হল,দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপিতে যোগ দিলেন জেলা ফরওয়ার্ড ব্লক নেতা। আজ শনিবার ২৬ ডিসেম্বর দাসপুর ১ ব্লকের হরিরামপুরে আর নয় অন্যায় কর্মসূচীতে বিজেপির এক পথ সভা হয়। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্ব অরূপ রতন মিশ্র,রাজু আড়ি,শান্তনু বেরার হাত ধরে পশ্চিম মেদিনীপুর জেলা ফরওয়ার্ড ব্লক সম্পাদক মণ্ডলীর সদস্য সিদ্ধেশর দত্ত বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতৃত্বের দাবি সিদ্ধেশ্বরবাবু ভালো সংগঠক এমন কর্মীর যোগদানে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পেল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭