পেট্রোল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ ঘাটাল: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে বর্তমান পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেল সহ জ্বালানি দ্রব্য গুলির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১০ জুলাই শনিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচির করল ঘাটাল মহকুমার চারটি ব্লকের তৃণমূল নেতৃত্ব। আজ সকাল ১০টা থেকে মহকুমার বিভিন্ন স্থানে দলের কর্মী-সমর্থক এবং নেতারা বিক্ষোভ কর্মসূচি

শুরু করেন। চলে দুপুর পর্যন্ত। দলীয় সূত্রে জানানো হয়েছে করোনা পরিস্থিতির কারণে অল্পসংখ্যক সমর্থক নিয়েই অবস্থান বিক্ষোভ হচ্ছে।
আজ চন্দ্রকোণা শহরের প্রতিবাদ মিছিলটি ছিল অন্যরমক। শহরের গাছশীতলা থেকে গোঁসাইবাজার পেট্রোল পাম্পে গণসাক্ষর সংগ্রহে যাওয়া হয় গরুর গাড়িতে।চন্দ্রকোনা

বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া গরুর গাড়িতে চড়ে গোঁসাইবাজার পেট্রোল পাম্পে যান ও পাম্পে তেল নিতে আসা আমজনতার সম্মতিক্রমে পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গণসাক্ষর সংগ্রহ করা হয়।
আজকের এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন জায়গায় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অরূপ ধা­ড়া, মমতা ভুঁইয়া, সুকুমার পাত্র, সুনীল ভৌমিক, সুদীপ মণ্ডল, সুজিৎ বন্দ্যোপাধ্যায়, আশিস হুদাইত, অনিরুদ্ধ আলাম, জিতেন নায়েক, বিভাস ঘোষ, অরুণ মণ্ডল, শঙ্কর দোলই,দিলীপ মাজি সহ তৃণমূলের  বেশ কয়েক জন প্রথম সারির নেতা।

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015