ভিন রাজ্যে অস্বাভাবিক মৃত্যু,দাসপুরের বাড়িতে এলো যুবকের নিথর দেহ

সৌমী নাগ দত্ত ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ মঙ্গলবার বাড়ির ছেলের নিথর দেহ এসে পৌঁছাতেই সারা গ্রামে শোকের ছায়া,ভিন রাজ্যে সোনার কাজ করতে গিয়ে সোমবারই অস্বাভাবিক মৃত্যু হয় দাসপুর থানার রাধাকৃষ্ণপুর গ্রামের বছর ২৮ এর শ্রীমান সাঁতরার। পরিবার সূত্রে জানা যাচ্ছে ৫  ডিসেম্বর রবিবার শ্রীমান তাঁর কর্মস্থল মহারাষ্ট্রের জলগাঁওতে সোনার কাজে ব্যবহৃত অ্যাসিড খেয়ে নেয়। তারপরই তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে পরের দিন ৬ ডিসেম্বর সোমবার তাাঁর মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর আসে গ্রামের বাড়িতে। বাবা তপন সাঁতরা চেয়েছিলেন ছেলেকে শেষ দেখা দেখতে। কথা মতো আজ ৭ ডিসেম্বর ছেলের মৃতদেহ গ্রামের বাড়িতে আসে কফিন বন্দি হয়ে। মাসির ছেলে চিরঞ্জিত বলেন, গত ১৪ বছর ধরে একসাথে দুজনে কাজ করছি হঠাৎ কেনই বা এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছিনা। তবে দিন পনের যাবত মানসিক টেনশনে থাকতে দেখেছি। ওকে অনেকবার,জিজ্ঞাসা করলে উত্তর দেয় না।এদিকে আজ গ্রামের বাড়িতে মৃতদেহ আসতেই অভিযোগ ওঠে শ্রীমানকে মারধোরের। তবে এ নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি দাসপুর থানা বা জলগাঁও থানায়। ঘটনা যাই হোক এই ভাবে তরতাজা যুবকের মৃত্যুতে বর্তমানে এলাকায় এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।