এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাস্তা সংস্কার হয়নি, তাই চন্দ্রকোণায় ভোট বয়কটের ডাক

Published on: January 7, 2023 । 7:35 AM

নিজস্ব সংবাদদাতা: ঢালাই রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ হয়েছিল, ২০২০ সালে মালপত্রও পড়ে গিয়েছিল। কিন্তু কোনও অজানা কারণে সেই মালপত্র অন্যত্র তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। চন্দ্রকোণা-১ ব্লকের মামুদপুর গেলে এমনই দৃশ্য দেখা যাবে। দুবছর কাটতে চলল তবুও সেই রাস্তা তৈরি এখনও হয়নি। তাই ক্ষুব্ধ বাসিন্দারা এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন। চন্দ্রকোণা-১ ব্লকের মানিককুণ্ডু গ্রামপঞ্চায়েতের প্রধান আজমিরা খাতুনকে এনিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোন রাস্তা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।