এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

টেট পরীক্ষার দিনে Xerox দোকান বন্ধ রাখতে হবে, ঘাটাল মহকুমা প্রশাসনের নির্দেশ

Published on: December 8, 2022 । 6:55 PM

এতদ্বারা জানানো যাইতেছে যে, আগামী ১১ ডিসেম্বর ২০২২ রবিবার  পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত টেট পরীক্ষার, ঘাটাল মহকুমার অন্তর্গত নিম্নলিখিত পরীক্ষা কেন্দ্রগুলির ২০০ মিটারের অন্তর্ভুক্ত ফটোকপি দোকানগুলি সকাল ৯টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বন্ধ রাখিতে হইবে।
(১) চন্দ্রকোনা জিরাট হাই স্কুল,(২মহেশপুর হাই স্কুল, (৩)চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়, (৪)দাসপুর বিবেকানন্দ হাই স্কুল (এইচ.এস), (৫) নাড়াজোল মহেন্দ্র অ্যাকাদেমি হাই স্কুল, (৬). নাড়াজোল রাজ কলেজ, (৭) চাঁইপাট হাই স্কুল (এইচ.এস), (৮) চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়, (৯) খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, (১০). বীরসিংহ ভগবতী বিদ্যালয়, (১১) ঘাটাল বসন্তকুমারী গার্লস হাই স্কুল (এইচ.এস), (১২)ঘাটাল গুরুদাস হাই স্কুল, (১৩)ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল,(১৪) ঘাটাল যোগদা সৎসঙ্গ হাই স্কুল, ১(১৫) ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। —আদেশানুসারে, ঘাটাল মহকুমা প্রশাসন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad