এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় এটিএমের ভগ্ন দশা, দুর্ভোগ গ্রাহকদের

Published on: January 23, 2019 । 7:48 PM

সুমন মণ্ডল: চন্দ্রকোণা টাউনের এটিএম গুলির ভগ্নদশার জন্য দুর্ভোগ বাড়ছে গ্রাহকদের। এটিএমগুলি ব্যাবহারের অযোগ্য বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। টাকা তোলা হোক বা পিন নম্বর পরিবর্তন সবক্ষেত্রেই মেশিনগুলি দীর্ঘ সময় নিচ্ছে। ফলে এটিএম-এর লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হতে হচ্ছে তাঁদের। তাঁদের অভিযোগ এটিএম-এ অধিকাংশ সময়ই টাকা থাকে না। যে কারণে জরুরি টাকার প্রয়োজনেও তাঁদের অনেক সময় খালি হাতে ফিরে আসতে হয়। শুধু তাই নয় পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর অভাবের জন্য এটিএম গুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad