এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় ফের দুই হাতির রাতভর তাণ্ডব

Published on: January 17, 2019 । 8:34 AM

দলছুট দুই হাতির তাণ্ডব থেকে নিষ্কৃতি পাচ্ছেনা চন্দ্রকোণা থানা এলাকার মানুষ। মঙ্গলবার রাতে আবার দুই দাঁতাকের তাণ্ডবের খবর মিলল। জানাগেছে ওই রাতে চন্দ্রকোণা টাউনের যাদবনগর এলাকায় দাঁতাল দুটি তাণ্ডব চালায়। প্রথমে গ্রামের এক সাধুর আশ্রম ঢুকে আশ্রমের দেওয়ালে আঘাতের পর আঘাত করে ভেঙেফেলে দেওয়াল। সামনে থাকা বেস কয়েক বিঘা জমির আলুও একেবারে তছনছ করে দেয়।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

স্থানীয়রা জানায়,তারা অনেকবার বনদপ্তরকে জানিয়েছে কিন্তু বনদপ্ত অনেক চেষ্টা করেও এই দুই হাতিকে বনে ফেরাতে ব্যর্থ হয়েছে। তবে বনদপ্তর সূত্রে জানাগেছে ওই হাতিদের গতিপথে বারবার বাধা আসছে। যেদিক দিয়ে বনে পাঠানো হবে সেদিকেই শতাধিক মানুষ থাকায় তাদের যাত্রাপথে বাধা আসছে।

ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষ?

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭