এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ধর্ষণ,আটক ঘাটালের এক ব্যবসায়ী

Published on: December 22, 2018 । 6:14 AM

ঘাটাল শহরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ঘাটাল পুলিস এক ব্যক্তিকে আটক করল। অভিযোগ ২১ তারিখ রাতে ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বৈদ্যনাথ মাইতি এক নাবালিকাকে ১৬ নম্বর ওয়ার্ডে নিয়েগিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। স্থানীয়রা ওই ব্যক্তিকে ধরে ফেললে চলে গনপিটুনি। পরে পুলিস উত্তেজিত এলাকাবাসীর থেকে বৈদ্যনাথকে উদ্ধার করে থানাগ আটক করে রেখেছে। বৈদ্যনাথের ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডে কাঠের ব্যবসা রয়েছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭