এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরে সিপিএম প্রার্থীর প্রচার

Published on: April 3, 2019 । 8:00 PM

নিজস্ব সংবাদদাতা:  সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে সব্জি বাজারে গিয়েই প্রচার চালালেন বাম প্রার্থী। আজ ৩ এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়  দাসপুর বিধানসভা এলাকার বিভিন্ন হাটে-বাজারে কর জোড়ে ভোট ভিক্ষে করলেন। তিনি ভোটারদের সামনে গিয়ে বলেন,আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। দেশকে রক্ষার স্বার্থে, কৃষকদের স্বার্থে আপনারা আমাকে ভোট দিন। এক মাত্র লাল ঝাণ্ডাই দেশবাসীকে শান্তিতে রাখতে পারবে। তাই লাল ঝাণ্ডাকে শক্তিশালী করুন। প্রার্থীর    সঙ্গে ছিলেন সিপিএম নেতা তথা দাসপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী সহ অন্যান্য নেতারা। এদিন সকাল থেকেই প্রার্থী প্রথমে কলোড়া বাজারে তারপর টালিভাটাতে যান।   

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now