এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রকাশিত হল সাহিত্য পত্রিকা-আলোর খোঁজ

Published on: November 4, 2018 । 4:58 PM

শ্রীকান্ত ভুঁইঞ্যা, পলাশপাই: ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা আলোর খোঁজ’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হল৷ আজ দাসপুরের আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রকার ও বিশিষ্ট কবি অঙ্কন মাইতি,শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সুব্রত বুড়াই,  দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই, সহ সভাপতি আশিষ হুদাইত সহ ঘাটাল মহকুমার বিশিষ্ট কবি সাহিত্যিকেরা৷

ওই পত্রিকার পরিচালনা কমিটির সম্পাদক শ্রী দেবাশিস চক্রবর্তী বলেন,গুনগত মানের বিচারে না হলেও, পাঠকের মনে পত্রিকার লেখাগুলি যদি জায়গাকরে নেয় তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364