বড়দিনের রাতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বছর ৪৫ এর এক অটো চালকের। মৃত অটোচালকের নাম সঞ্জয় সরকার। তিনি চেতলার বাসিন্দা। ঘটনাটি নিউ আলিপুরের।
পুলিস ও স্থানীয় সূত্রে জানাগেছে,রাত সাড়ে ৯টা নাগাদ নিউ আলিপুর মিলিটারি ক্যাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। একটি সরকারি বাস তারাতলা থেকে নিউ আলিপুরের দিকে যাচ্ছিল।অপরদিকে, নিউ আলিপুর থেকে তারাতলার দিকে যাচ্ছিল অটোটি।
সেই সময় অটোটি টার্ন নেওয়ার সময়, ওই সরকারি বাসটি সজোরে ধাক্কা মারে অটোটিতে। অটোটিতে কোনও যাত্রীই ছিলেন না, কেবলমাত্র ওই চালকই ছিলেন। গুরুতর আহত অবস্থায় অটোচালক স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে নিউ আলিপুর থানার পুলিস।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












