সারা রাজ্যের সাথে ঘাটালেও পালিত হল অস্থি ও অস্থিসন্ধি দিবস, সারা রাজ্যে সপ্তাহ জুড়ে হল নানান কর্মসূচি

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: ‘ইচ ওয়ান সেভ ওয়ান’, প্রতিজন একজনের জীবন বাঁচান— রাজ্যের অস্থিশল্য চিকিৎসকদের এবছরের থিম এখন চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। সারা রাজ্যের সঙ্গে ঘাটালেও সাড়ম্বরে পালিত হ’ল অস্থি ও অস্থিসন্ধি দিবস। (নীচে ভিডিও দেখুন) ঘাটালের বাসিন্দা তথা কলকাতার প্রখ্যাত অথোর্পেডিক সার্জেন ডাঃ অর্ণব কর্মকার ৪ আগস্ট এই দিনটি পালন করেন তাঁর চেম্বারের সমস্ত রোগীদের সঙ্গে। ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত এক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে চলে এই কর্মসূচি। মূলত ২০১২ সালে ৪ আগস্ট দিনটিকে ভারত সরকার অস্থি ও অস্থিসন্ধি দিবস (Bone & Joint) হিসেবে ঘোষণা করে। গোটা দেশের অস্থিশল্য চিকিৎসকদের সঙ্গে এই রাজ্যের অস্থিশল্য চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্টবেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন’ এই ঘোষণা মাথায় রেখে অস্থি ও অস্থিসন্ধি সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেয়।২০১২ থেকে প্রতিবছরই সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান হয়ে আসছে। এবছরও বিভিন্ন রোগীদের বিনামূল্যে জটিল অপারেশন, পুলিশ কর্মীদের বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ, বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে এই সপ্তাহ পালিত হয় বলে অ্যাসোসিয়েশনের সদস্য ডাক্তারবাবুরা জানান।

অর্ণববাবু বলেন, ওইদিন আমার ঘাটাল কুশপাতার চেম্বারেও রোগীদের সঙ্গে নিয়ে একটি শিবিরের আয়োজন করি। পথে-ঘাটে বা চোখের সামনে হঠাৎ কোনও মানুষ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে কীভাবে মেডিক্যাল সহায়তা দিয়ে বাঁচানো যাবে তা নিয়ে ভিডিও দেখিয়ে ও লিফলেট দিয়ে আলোচনা করা হয়।  এছাড়াও এদিন রোগীদের সাধারণ হাড়ের ব্যাথা, হাঁটু, কোমর ব্যাথা ও তা থেকে মুক্তি পাওয়ার উপায় এবং হাড় সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করি। শেষদিন তথা ৭ আগস্ট হাওড়ায় ‘ওয়াকাথন’ তথা বহু মানুষ সমাগমে অনেকটা হাঁটা হয়। মানুষকে সচেতন করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!