নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের নির্দেশে ১০১০ সালে রাজ্যের অন্যান্য পুরসভার মতই খড়ার পুরসভাতেও শ্রম দপ্তরের নতুন অফিস খোলা হয়েছিল। শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র নামে শ্রম দপ্তরের এই অফিসে একজন স্থায়ী বিভাগীয় ইন্সপেক্টর, ক্লার্ক, গ্রুপ ডি কর্মী থাকার কথা। শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্রের মূল দায়িত্বভার ইন্সপেক্টরের হাতেই থাকে। কিন্তু এতদিন পর্যন্ত এই কেন্দ্রে কোনও স্থায়ী ইন্সপেক্টর নিয়োগ করেনি রাজ্য। অন্য ব্লক বা পুরসভার ইন্সপেক্টরকে অতিরিক্ত দায়িত্বভার দিয়েই চলতো কেন্দ্রটি। দীর্ঘ ১২ বছর পর খড়ার পুরসভার শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্রে সুখেন পন্ডিৎ নামে এক স্থায়ী ইন্সপেক্টর নিয়োগ করলো রাজ্য। খুশি পুরসভা কর্তৃপক্ষ। সুখেনবাবু চলতি সপ্তাহেই কাজে যোগ দিয়েছেন। নিয়ম অনুযায়ী শ্রম দপ্তরের যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের শ্রমিকদের নাম নথিভূক্ত সহ শ্রমিকদের সহায়তা প্রদানের প্রাথমিক পর্যায়টি ইন্সপেক্টর দেখেন। তাছাড়াও নূন্যতম মজুরি সহ শ্রমিকদের সুরক্ষা ও শ্রম আইন সংক্রান্ত এলাকার নানান সরকারি বিষয় তিনিই দেখেন। সেই সমস্ত কাজ গুলি এই পুরসভায় আগের থেকে আরও ভালো করে হবে বলেই মনে করছে পুরসভা। খড়ারের চেয়ারম্যান সন্ন্যাসী দোলই বলেন আমাদের পুরসভায় শ্রম দপ্তরের স্থায়ী ইন্সপেক্টর দেওয়ার নির্দেশিকা পেয়েছি, আমরা খুশি। কাজের জন্য নতুন অফিসারকে যাবতীয় সহযোগিতা করবে পুরসভা।
এই মুহূর্তে
দাসপুরে কাঁসাই বক্ষ থেকে উঠে এলো মা মনসার মূর্তি
সৌমেন মিশ্র ও ইন্দ্রজিৎ মিশ্র: আজ রবিবারের সকাল থেকেই চাঞ্চল্য দাসপুর থানার কোল্মীজোড় ব্রিজ সংলগ্ন কোল্মীজোড় ও কুঞ্জপুর এলাকায়। কাঁসাই নদীতে জ্বালানি সংগ্রহ করতে...