চন্দ্রকোনায় এক ব্যক্তির কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় ধরা পড়ল এক যুবক৷ চন্দ্রকোনার গাছশিতলায় ঘটনাটি ঘটেছে৷ দিনের ব্যাস্ত তম সময় ঘটনাটি ঘটায় স্থানীয়রাই ওই যুবককে হাতে নাতে ধরেফেলে৷ অভিযোগ ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় ওই যুবক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে৷ বিষটি চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ আকারে জানানো হয়েছে৷

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












