২৫ বৈশাখ এক অন্যমাত্রা দিয়েছে ঘাটাল সব পেয়েছির আসর। ঘাটাল শহরে ২৫ শে বৈশাখের ভোর এখন এক অভ্যাস দিয়েছে ঘাটাল শহরবাসীকে। গত প্রায় ৩০ বছর ধরে শহরের কচিকাঁচাদের নাচ গান আবৃত্তির কলোরবে রবিঠাকুরের সুরে ঘুম ভাঙছে শহরবাসীর।
আজ রবিঠাকুরের আর এক জন্মদিন,ঘাটাল সব পেয়েছির আসরের উদ্যোগে সূর্যের আলো ফোটার সাথে সাথে শহরের অলি গলি বেয়ে বয়ে গেল রবি ঠাকুরের নাচে গানে আবৃত্তির ছন্দের মিশ্রিত প্রভাত ফেরী। ভিডিওতে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন …

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)







