রবীন্দ্র কর্মকার: পারিবারিক অশান্তির জেরে বাড়ি ছেড়ে পালিয়ে বাড়ির সামনেই এক ঝোপে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দাসপুর হোসেনপুরের কালীপদ ভুঁইঞা(৭০)। বাড়ির শত অনুরোধ সত্ত্বেও বাড়ি মুখো হননি। পরে তাঁকে অসুস্থ অবস্থায় সেই ঝোপ থেকেই উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করতে হয়। অবশেষে রবিবার রাত ৩টায় ঘাটাল হাসপাতালে তাঁর মৃত্যু হল।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












