আগে থেকে যোগাযোগ করলে বিনা ব্যয়েই পড়ুয়ারা সায়েন্স সিটি ঘুরতে পারবে

নিজস্ব সংবাদদাতা: ভ্রমণের জন্য সরকারি কোনও অনুদান নেই, পড়ুয়াদের স্বার্থে স্কুল থেকেই শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ নিল ঘাটাল ব্লকের আলুই হাইস্কুল। ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের নিয়ে ৫ ফেব্রুয়ারি কলকাতার সায়েন্স সিটি ভ্রমণ করিয়ে আনল। ওই স্কুলের প্রধান শিক্ষক অসিত বর বলেন, মোট ৬৬ জনের ওই গ্রুপের ভ্রমণটি প্রত্যন্ত এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা বেশ উপভোগ করেছে। অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনেকেই বিজ্ঞানের অত্যাধুনিক প্রয়োগ দেখে তাজ্জবও বনে গিয়েছে।
ওই ভ্রমণের সঙ্গে ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি শিবশঙ্কর ভুঁইঞা। তিনি বলেন, আমাদের এক শিক্ষিকা সায়েন্স সিটি কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে রেখেছিলেন। ফলে পড়ুয়াদের সায়েন্স সিটির দু-একটি ক্ষেত্রে ছাড়া কোনওটিতে এন্ট্রি ফি লাগেনি। রোপওয়ে সহ যে দুটিতে এন্ট্রি ফি লেগেছিল সেক্ষেত্রেও আবার বিশেষ ছাড় পাওয়া গিয়েছিল। শুধু তাই নয় ৬৬ জনের ওই গ্রুপ ওই সায়েন্স সিটিতে বিনা ব্যয়ে লাঞ্চ করাও সুযোগ পেয়েছিল। ওই শিক্ষিকা বলেন, শুধু আমাদের স্কুল নয়, সায়েন্স সিটির অফিসে গিয়ে ‘প্রিভিলেজ গ্রুপ অফ স্টুডেন্ট’ স্কিমের সুযোগটি ম্যানেজ করতে পারলে প্রত্যন্ত এলাকার যে কোনও স্কুলই ওই সুযোগ পেতে পারে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!