এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এইসব বিশেষ লরিগুলি থেকে সাবধান! বিস্তারিত পড়ুন

Published on: November 4, 2018 । 7:39 PM

সৌমেন মিশ্র,ঘাটাল:বিশাকার লরি চাকার সংখ্যাও নেহাত কম নয়। ছবিতে দেখানো এই বিশেষ লরিটির দেখা মিলল জাড়া শ্রীনগর সড়কে।
গতিবেগ যাই থাকুক এই সব লরিকে অভারটেক করতে গেলেই হতে পারে বড়সড় দুর্ঘটনা।

লরির চাকায় ইঞ্চিদশেকের অতিরিক্ত পেরেক জাতীয় কিছু বেড়ে রয়েছে। বেশি জায়গা না নিয়ে অভারটেক করতে গেলেই বাইক জড়িয়ে যেতে পারে চাকার সাথে। অন্যগাড়ির গায়েও মুহুর্তের ভুলে লাগতে পারে আঁচড়।

চারিদিকে পথ নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও কীভাবে এই ধরনের লরিটি রাজ্য সড়ক দাপিয়ে বেড়াচ্ছে তাই নিয়েই উঠছে প্রশ্ন!

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭