এটা কী? এটার জন্যই দাসপুর চাঁইপাট এলাকায় চাঞ্চল্য ছড়াল

সুদীপ্ত শেঠ: এটা কী? তা নিয়েই আতঙ্ক চাঁইপাট এলাকায়। ব্যস্ততম রাস্তার ওপর ওই ‘তাজ্জব’ জিনিস দেখে চাঞ্চল্যও ছড়ায় এলাকায়। আজ ৩ এপ্রিল সকালে ওই ‘তাজ্জব’ জিনিসটি সুলতাননগর-গোপীগঞ্জ সড়কের পাইরাশিতে দেখতে পাওয়া গিয়েছে। লাল কাপড়ে মোড়া সিঁদুর লাগানো একটি মূর্তি ধরনের ওই জিনিসটি রাস্তার ওপর বসানো রয়েছে। ওই মোড়কের ওপর লেখা রয়েছে ‘আমাকে কেউ সরাবে না, তাহলে তার ঘোর বিপদ হবে’। সংস্কারাচ্ছন্ন মানুষ সকাল থেকে ওটা দেখেই আর তাতে হাত দিচ্ছেন না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাস, ট্রেকার, বাইকও ধারেপাশে ঘেঁষছে না বলে জানা গিয়েছে। দেখার জন্যও পাশাপাশি এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় করছেন বলে জানা গিয়েছে।
অনেকে অবশ্য মনে করছেন, মজা করার জন্য ওটা করা হয়েছে। আবার কারোর কারোর অনুমান, সুলতাননগর-গোপীগঞ্জ সড়কটি দীর্ঘদিন বেহাল হয়ে রয়েছে। পিচ রাস্তাটি মোরাম ও বোল্ডার দিয়ে সারানোর ফলে প্রচণ্ড ধূলা উড়ছে। সেজন্যই ক্ষোভে ওই কাজটি করা হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!