এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গ্রাহকদের জন্য ফ্লিপকার্ট নিয়ে আসছে The Republic Day Sale | জেনেনিন কী থাকছে বিশেষ অফারে

Published on: January 15, 2019 । 7:56 AM

আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে ফ্লিপকার্ট এর দ্যা রিপাবলিক ডে সেল। চলবে আরও দুদিন ধরে(২০-২২জানুয়ারি,২০১৯)।
এই সেলে থাকছে বেশ কিছু আকর্ষণীয় অফার।
সেল চলাকালীন SBI এর ক্রেডিট কার্ডে পেমেন্টের উপর থাকছে 10% ইনস্টান্ট ডিসকাউন্ট।
No Cost EMI এর বিশেষ সুবিধা বাজাজ ফাইনেন্সিভ কার্ড ও অন্যান্য ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের উপর ।
এই সেলে থাকছে পুরোনো কে বদলে নতুন করার সুযোগ অর্থাৎ , থাকছে এক্সচেঞ্জ অফার।
তার সাথেই টিভি , বা যেকোনো হোম এপ্লিনসের উপর ৭৫% পর্যন্ত ছাড়।
যেকোনো ইলেক্ট্রনিক জিনিসে থাকছে ৮০% পর্যন্ত ছাড়ের বন্দোবস্ত ।
সবমিলিয়ে ফ্লিপকার্ট এর এই সেল ফ্লিপকার্ট গ্রাহকদের জন্য বেস আকর্ষণীয়।
ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা এই সেল একসেস করতে পারবে আগের দিন অর্থাৎ ২০ জানুয়ারি রাত ৯টা থেকেই।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।