এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় ন্যাশনাল ডিজাস্টার রিডাকশন ডে পালিত হল

Published on: October 30, 2018 । 10:10 AM

২৯ অক্টোবর ২০১৮ ঘাটাল মহকুমার বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে ‘ন্যাশনাল ডিজাস্টার রিডাকশন ডে’ পালিত হল। এই দিনটি পালন উপলক্ষে মহকুমার পাঁচটি ব্লকের সমস্ত বিডিও, ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রামপঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের  আমন্ত্রণ জানানো হয়েছিল। মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক অমিতাভ চক্রবর্তী বলেন, তুলনা মূলক ভাবে ঘাটাল মহকুমায় বন্যা বেশি হয় বলে জেলার মধ্যে এই মহকুমাতেই এই দিনটি পালিত হয়েছে। ব্লক  ও গ্রামপঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিরা তাঁদের এলাকার সমস্যাগুলি তুলে ধরেন। বিপর্যয়ের সময় আমরাও কীভাবে সাধারণ মানুষের পাশে থাকতে পারব এবং বছরের বিভিন্ন সময় শিবির করে সাধারণ মানুষকে সী ভাবে সচেতন করতে পারব তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।