দাসপুরের গান্ধী মিশনের উদ্যোগে কলকাতায় প্রশিক্ষণ শিবির

রবীন্দ্র কর্মকার: ‘প্রকৃতি রক্ষা ও সংরক্ষণ’ নিয়ে প্রশিক্ষণ শিবির করল  দাসপুরের গান্ধী মিশন। ১৭ ও ১৮ জুলাই কলকাতার উল্টোডাঙায় দিল্লির বিশ্ব যুবক কেন্দ্রের সহায়তায় শিবিরটি হয়। গান্ধী মিশন ট্রাস্টের কণর্ধার নারায়ণ ভাই বলেন, ওই শিবিরে সারা রাজ্য থেকে শতাধিক মানুষ অংশ নেন। ওই শিবিরে ঘাটাল মহকুমার বেশ কয়েকজন প্রতিনিধিও ছিলেন বলে জানা গিয়েছে। ওই শিবিরে পরিবেশ রক্ষায় আমাদের আশু কর্তব্যের বিষয়ে প্রশিক্ষণ দেন বিজ্ঞানী ড. তুষার চক্রবর্তী, অনুষ্ঠানের সভাপতি চন্দন পাল, বিশ্ব যুবক কেন্দ্রের পক্ষ থেকে উদয়শঙ্কর সিংহ প্রমুখ। ওই শিবিরে আলোচক হিসেবে ঘাটাল থেকে গিয়েছিলেন শিক্ষক সুব্রত বাঙাল, শুভঙ্কর ঘোষ, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ সভাপতি আশিস হুদাইত প্রমুখ। গান্ধী মিশনের প্রতিনিধি অরূপ চক্রবর্তী বলেন, দুদিনের এই আবাসিক শিবিরে ঘাটাল মহকুমা থেকে বহু যুবক প্রশিক্ষণ নেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!