দাসপুরের চন্দ্রেশ্বর খাল সংস্কার প্রসঙ্গে যা জানালেন রাজ্যের সেচ মন্ত্রী!

দাসপুর-২ ব্লকের অন্যতম গুরুত্বপূর্ন চন্দ্রেশ্বর ক্যানেল সংস্কারের পক্রিয়া শুরু হতে চলেছে৷ কাজ শুরুর জন্য গোপীগঞ্জ থেকে বৈকন্ঠপুর অবধি প্রাথমিক ভাবে জমি জরিপের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে৷ আগামী দুই মাসের মধ্যেই টেন্ডারের কাজ সমাপ্ত হবে বলে জানা গিয়েছে৷ রাজ্য সেচ দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে শুরু হয়েছে পলাশপাই খাল সংস্কারের কাজ৷ চন্দ্রেশ্বর ক্যানেল সংস্কার হলে দাসপুরের চাঁইপাট, বেনাই, খেপুত, সাহাচক, বাসুদেবপুর বিভিন্ন গ্রামপঞ্চায়েতের অধিনে শতাধীক গ্রামের মানুষ উপকৃত হবেন৷ দীর্ঘদিন ওই খাল সংস্কার না হওয়ার ফলে ওই খালের জলধারণ ক্ষমতা এতোটাই কমে গিয়েছে যে গরমের মরশুমে কৃষকদের কৃষি কাজে সমস্যায় পড়তে হত৷ খাল সংস্কার হলে যেমন কৃষি কাজে জলের সমস্যা মিটবে অন্যদিকে বর্ষার অতিরিক্ত জল ওই ক্যানেলের মাধ্যমে সহজেই রূপনারায়ণ নদে পতিত হওয়ার সুজোগ পাবে৷ খাল সংস্কার প্রসঙ্গে চাঁইপাটে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, কাজ শুরুর জন্য টেন্ডার ডাকা হচ্ছে৷ আগামী দুই মাসের মধ্যে টেন্ডারের কাজ সমাপ্ত হবে৷ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই জানান, খাল সংস্কারের কাজ যেমন শুরু হবে তেমনই খালের উপর জীর্ণ বেশকিছু সেতু মেরামত করা হবে৷ এর জন্য সেচ দপ্তর প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যে বরাদ্দ করেছেন৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!