দাসপুর-মেদিনীপুর সড়কের হরিরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পৌড়ের মৃত্যু হল৷ বেলা ৩ টা নাগাদ একটি ট্রাকের ধাক্কায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ ওই পৌঢ়ের নাম ভরত মাজী(৫৪)৷ বাড়ি দাসপুর থানার সুরানারায়নপুর গ্রামে৷ ঘাতক লরিটিকে স্থানীয়রা আটক করেছে৷

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












