এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর রাজনগরে শাটার কেটে চুরি গেল সোনা রূপার যন্ত্রাংশের দোকান

Published on: October 12, 2018 । 8:40 PM

রাজনগরে আবার ভয়াবহ চুরি। সোনা ও রূপোর যন্ত্রাংশের দোকান শাটার কেটে চুরি করার অভিযোগ উঠল এবার। রাজনগর রাজার পুকুর মোড় সংলগ্ন কোলেদের দোকানে এই চুরি বলে জানা গেছে। মালিক পক্ষ ঝাগড়েশ্বর কোলে জানিয়েছেন গত রাতে তাদের দোকান চুরিগেছে। সকালে উঠেই লোকমুখে তিনি এই চুরির ঘটনা জেনে দোকানের অবস্থা দেখে হতবাক! দোকানের গ্রীল ও শাটারকে সম্ভবত গ্যাসকাটার দিয়ে কেটে দোকানের যাবতীয় জিনিস চুরি গেছে। দাসপুর থানায় বিষয়টির অভিযোগ জানিয়ে এসেছেন তাঁরা। দোকানের নগদ কয়েক হাজার টাকা ও প্রায় পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র দোকান থেকে চুরি গেছে বলে জানাযাচ্ছে। কয়েকদিন আগেই রাজনগর গ্রাম পঞ্চায়েতের অফিস চুরি গেছে। তার কিনারা এখনও করতে পারেনি পুলিশ প্রশাসন। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও এতবড় চুরি! নিরাপত্তার অভাবে ভুগছেন রাজনগর বাজারের দোকানদাররা। আজ দাসপুর থানায় দোনাদারদের তরফে স্বপন দেয়ান বিষয়টি পুলিশের নজরে আনেন। এখন দেখার প্রশাসনের পক্ষে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।