বিদ্যাসাগর মেলায় জমজমাট অনুষ্ঠান পরিবেশন করে নজর কাড়লো দাসপুর

বীরসিংহ মেলায় জমজমাট অনুষ্ঠান পরিবেশন করে নজর কাড়লো দাসপুর-২ ব্লক৷ ঘাটালের বীরসিংহ গ্রামে ৪ জানুয়ারী থেকে চলছে বিদ্যাসাগর মেলা৷ পশ্চিম মেদিনীপুর জেলা যুব দপ্তরের সহযোগীতায় বিদ্যাসাগরের গ্রামে ওই মেলা চলবে সপ্তাহ ব্যাপি৷ মেলায় প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এর জন্য আগে থেকেই ব্লক ভিত্তির দায়িত্ব বিতরণ করা হয়েছিল মেলার আয়োজক কমিটির তরফে৷ আজ ৬ জানুয়ারী দাসপুর-২ ব্লকের পক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সান্ধ্যকালীন ওই জমজমাট অনুষ্ঠান উপভোগ করতে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো৷ সানাই এর সুরের মুর্ছনায় অনুষ্ঠান শুরু হয় বেলা ২ নাগাদ৷ বিকেলে সাহিত্য সভায় উপস্থিত ছিলেন মহকুমার বিশিষ্ট কবি সাহিত্যিকেরা৷ সাহিত্যিক পুলক রায়ের লেখা ‘আজগুবি লিমেরিক ‘ কাব্যগ্রন্থের উদ্বোধন করেন মেলা কমিটির সম্পাদক সুজিত বন্দোপাধ্যায়৷ সাহিত্য সভার পরে ওই মঞ্চে শব্দের তালে তালে জিমন্যাস্টিক পরিবেশন করে স্কুলের পড়ুয়ারা৷ দর্শকের আসনে উপস্থিত সকলেই তারিয়ে তারিয়ে উপভোগ করেণ কুশলীদের কারসাজি৷ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির আশিষ হুদাইতের নিজের লেখা গান পরিবেশন করেণ বিশিষ্ট বেতার শিল্পী দিবেন্দু সাঁই৷ নৃত্য পরিবেশন, সাহিত্য আলোচনা, আবৃত্তি সবই ছিল অনুষ্ঠানের অঙ্গ হিসেবে৷ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই জানান, মানুষের উপস্থিতি আমাদের অনুষ্ঠান পরিবেশনের উৎসাহ যোগিয়েছে৷ আগামী দিনে আবার দায়িত্ব পেলে আমরা তা যথাথত ভাবেই পালন করার চেষ্টা করবো৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!