নিজস্ব সংবাদদাতা: ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় ধর্মশাস্ত্র বিষয়ে লিখিত পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঘাটাল ব্লকের লছিপুর বীণাপাণি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র অনল চক্রবর্তী। ১০০ এর মধ্যে অনলের প্রাপ্ত নম্বর ৯৩।
কলকাতার বালিগঞ্জে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারত সেবাশ্রম সংঘ অনলের হাতে পুরষ্কার, মানপত্র তুলে দেয়।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








