এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শিক্ষকের হঠাৎ বদলি,ওই স্কুলে আর ছেলেমেয়েদের পাঠাবেনা গ্রামবাসী

Published on: February 7, 2019 । 8:05 PM

গ্রামের বিদ্যালয়ের শিক্ষককে রাতারাতি অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে নাখুশ গ্রামবাসী। অনেক অনুরোধেও যখন এস আই কিছু করলেন না,খুব্ধ গ্রামবাসী এস আই অফিসেই তালা ঝুলিয়ে দেয়। সাথে জানিয়ে দেয় আগামিকাল থেকে তারা আর বিদ্যালয়ে তাদের ছেলে মেয়েদের পাঠাবে না!

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsap

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বান্দোয়ান ২ চক্রে। ওই চক্রের শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পাত্রকে গত ৫ তারিখ ওই জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে একটি বদলির চিঠি ধরিয়ে বরাবাজার ২নং চক্রের পাঞ্জনবেড়া প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়।

গ্রামবাসীরা জানান অনন্তবাবুর সাথে আমাদের এবং আমদের ছেলেমেয়েদের ভীষন ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। আগাম কোনোকিছু না জানিয়ে আমদের শিক্ষককে অন্যত্র বদলি আমরা মানব না। আজ আমরা এস আই অফিসে তালা ঝোলালাম,আগামীকাল আমরা আমাদের গ্রামের বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেব এবং আমাদের ছেলে মেয়েদের আর ওই বিদ্যালয়ে পাঠাবনা।
তবে এব্যাপারে বান্দোয়ান ২ চক্রের এস আই আনন্দ মোহন পাত্রের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now