স্ব-সহায়ক দলগুলিকে স্বনির্ভর করতে এগিয়ে এল দাসপুরের এই সমবায়

দাসপুর-১নম্বর ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের রামদাসপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে নানান সমাজ সেবা মূলক কাজ এখন সর্বত্র চর্চিত। 
প্রায়শই সমিতির পক্ষে নানান উদ্যোগ নেওয়া হয় এলাকাবাসীদের উন্নত পর্যায়ের জীবন্যাত্রা দেবার জন্য। আজ সমিতি তেমনই এক সচেতনতা শিবিরের আয়োজন করা হল।সমিতির ম্যানেজের অনিমেষ মণ্ডল জানিয়েছেন,আজ তাঁদের সমিতির পক্ষে এলাকার স্ব-সহায়ক দলগুলিকে নিয়ে একটি সচেতনতা শিবির করা হয়। 

হাতেনাতে ফল,বিক্ষোভের জেরে ঘাটালে এখন সঠিক ওজনের গ্যাস সিলিন্ডার মিলছে

শিবিরে উপস্থিত প্রায় তিনশত স্ব-সহায়ক দলের মহিলাদের জানানো হয় তারা কীভাবে দলগতভাবে কাজ করে বেশি পরিমানে মুনাফা করতে পারেন। কৃষি ও পশু খামার বানানো ছাড়াও ছোটো বড় বিভিন্ন ধরনের শিল্প কর্মেরও সূচনা করতে পারেন। এই ধরনের কাজে আগ্রহ থাকলে সহায়ক দলগুলিকে আর্থিকভাবে সাহায্য করবে দেশপ্রাণ সমবায় সমিতি।

ঘাটাল মহকুমার স্বর্ণশিল্পীরা দিল্লিতে বিপর্যয়ের মুখে

অনিমেষ বাবু আরও জানান,সহায়ক গোষ্ঠীর জন্য তাঁদের সমিতে একাধিক সহজ ও সুলভ লোনের ব্যবস্থা আছে।স্ব-সহায়ক দলের এক সদস্যা পারমিতা দোলই বলেন,আমরা অনেক বিষয়েই অবগত ছিলাম না। আজকের এই কর্মশালার মাধ্যমে অনেককিছু নতুনভাবে জানলাম। এখন আমাদের ইচ্ছে বড় কিছু করার। 

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!