১০০ দিনের কাজ করেও মিলছে না টাকা! গেটে তালা দিয়ে বিক্ষোভ পঞ্চায়েত অফিসে

১০০ দিনের কাজের বকেয়া টাকা না পাওয়ায় গ্রামপঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলো শ্রমিকেরা৷ দাসপুর-২ ব্লকের বেনাই গ্রামপঞ্চায়েত আজ সকালে শ্রমিকেরা প্রাপ্য টাকা না মেলায় বিক্ষোভে সামিল হন৷ এর জেরে বেশ কয়েক ঘন্টা পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়৷ কয়েক দফায় পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে আলোচনার পরে বিক্ষোভ তুলে নেন শ্রমিকেরা৷ ওই গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান রঞ্জিত ভৌমিক বলেন, মোট প্রায় ৯৯৪৭ শ্রমদিবসের জন্য অানুমানিক ১৯ লক্ষ ৭৭ হাজার টাকা বকেয়া রয়েছে৷ সমস্যার কথা দপ্তরে জানানো হয়েছিল একাধিক বার৷ আবার বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছি৷ একই সাথে যাদের ব্যাঙ্ক একাউন্টে আধার লিংঙ্ক করা নেই,তাদের সেই কাজ দ্রুত করে নিতে পরামর্শ দেওয়া হয়েছে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!