আকাশ দোলই, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘটনাটি ঘটেছে দাসপুর থানার কামালপুর বাতাবিতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটালের দিক থেকে একটি অটো যাত্রী নিয়ে রানিচকের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় কামালপুর বাতাবিতলা এলাকায় একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় অটোটি। ঘটনায় অটোর মধ্যে থাকা দুই মহিলা যাত্রী জখম হন। স্থানীয়রাই তাঁদেরকে উদ্ধার করে তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যায় ঘাটাল মহকুমা হাসপাতালে।
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...