এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা!মৃত এক প্রাথমিক শিক্ষক

Published on: August 13, 2019 । 9:16 PM

বাঁকুড়ার ছাতনা দক্ষিণ চক্রের প্রাথমিক শিক্ষক সুমন মল্লিক স্কুল থেকে এক প্রাইভেট গাড়িতে করে বাড়ি ফেরার সময় চক্রের অন্য সাতজন সহকর্মীদের সাথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

গুরুতর জখম ৫ জনকে বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করা হয়। কিন্তু সুমন মল্লিক মাথায় গুরুতর আঘাত পান,তাঁর মৃত্যহয়।

সুমনবাবু দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের পি আর টি স্কেলেএ দাবিয়ে UUPTWA এর পক্ষে আন্দোলন করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে জেলা রাজ্যের শিক্ষক মহল শোকাহত।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭