মনসারাম কর: ঘাটাল থানার দলপতিপুরের এক ব্যক্তির উপর হঠাৎ অ্যাসিড হামলা। আক্রান্তের নাম ভাস্কর রায়। ৫ অক্টোবর রাত সাড়ে ৯টা নাগাদ বড়পুলের সামনেই তার উপর হঠাৎ অ্যাসিড ছুড়ে মারা হয়। পুরানো কোন শত্রুতা থেকেই এই হামলা বলে প্রাথমিক ধারণা অনেকের। আক্রান্ত ভাস্কর রায় বর্তমানে ঘাটাল মহকুমা হাসপাতলে ভর্তি। বিস্তারিত পরে জানানো হবে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











