এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে লরির ধাক্কায় মৃত বৃদ্ধ

Published on: February 10, 2020 । 7:46 PM

সোমেশ চক্রবর্তী:পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। আজ ১০ ফ্রেবুয়ারি বিকেলে ঘটনাটি ঘটে রাধানগর কুঠিঘাটের কাটান খালের সামনে। মৃত ব্যক্তির নাম রবীন কারক(৬২)। হুগলি জেলার খানাকুল থানার পলাশ পাইয়ে বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাটাল থানার লছিপুরের আশ্রমে মাঘী পূর্ণিমার উৎসব দেখতে এসেছিলেন রবীনবাবু। ৯ ফেব্রুয়ারি সারাদিন ধরে আশ্রমের উৎসবে অংশগ্রহণ করেন ওই বৃদ্ধ। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি সাইকেল বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে তিনটা নাগাদ আলুই সংলগ্ন কাটান খালের সামনে একটি লরি বৃদ্ধার সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রথমে বৃদ্ধের পরিচয় পাওয়া

যায়নি। পরে তাঁর  পকেটে আশ্রমের কাগজপত্র দেখে আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে, সেখান থেকেই তাঁর পরিচয় পাওয়া যায়। ঘাটাল থানার পুলিশ লরিটিকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই ঘটনার জেরে রাধানগর-কুঠীঘাট রুটে কিছুক্ষণ পথ অবরুদ্ধ হয়।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad