এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউনের মধ্যেই মর্মান্তিক মৃত্যু দাসপুরের এক ব্যক্তির

Published on: April 7, 2020 । 12:09 PM

লকডাউনের মধ্যেই মর্মান্তিক মৃত্যু দাসপুর থানার সুলতাননগর এলাকার বছর ৫৫ এর এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম অনুপ বেরা। স্থানীয় সূত্রে জানাগেছে আজ মঙ্গলবার সকালে সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ অনুপবাবু নিজের শসা জমিতেই বিদ্যুতের শক খান।

পরিবার সূত্রে জানাগেছে তিনি জমিতে জল সেচের জন্য বাড়ির টুলুপাম্প চালাতে গিয়েই শক খেয়ে মর্মান্তিক এই দুর্ঘটনার কবলে পড়েন। দাসপুর পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭