শ্রীকান্ত ভুঁইঞ্যা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অভিনব উদ্যোগ নিল দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েত। লকডাউন এর মাঝেও ছাড় পেয়েছে একশো দিনের কাজের অন্তর্গত দিনের শ্রমিকরা।
তাই গ্রাম পঞ্চায়েত গুলিতে চলছে একশো দিনের কাজ।সেই কাজের মধ্যে একাধিক মানুষের সমাগম ঘটে-একটা আশঙ্কা থাকে করনা সংক্রমনের। তাই শুক্রবার নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে একশো দিনের কাজে অংশগ্রহণ কারী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হল মাস্ক এবং স্যানিটাইজার।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








