এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের ক্লাবের আক্ষেপ নজরে আসতেই ক্লাবের পাশে দাঁড়ালেন ঘাটালের সাংসদ দেব

Published on: June 11, 2020 । 10:05 PM

স্থানীয় সংবাদে দাসপুরের রাজনগরের রাজনগর ইয়ং স্পোর্টিং ক্লাব সদস্যদের আক্ষেপের খবর প্রকাশ পেতেই সে খবর গিয়ে পৌঁছে গেল ঘাটালের সাংসদ দেবের কাছে। খবর দেখে রাজনগর ইয়ং স্পোর্টিং ক্লাবে তড়িঘড়ি পৌঁছেল গেল চাল ১ কুইন্ট্যাল,আলু ৫০ কেজি ডাল ১০ কেজি,কুমড়ো ২০ কেজি,তেল ৫ কেজি সোয়াবিন ২ কেজি এবং আরও কিছু রান্নার সামগ্রী। বৃহস্পতিবার সন্ধ্যেতে দেবের পক্ষে রামপদ মান্নার প্রেরিত এই সামগ্রী নিয়ে রাজনগর ক্লাব প্রাঙ্গণে হাজির হয়েছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর।

দেবের এই উদ্যোগে আপ্লুত ক্লাবের সদস্যরা। ক্লাবের সম্পাদক জগন্নাথ মণ্ডল জানান,আমাদের আর কোনো আক্ষেপ নেই। আমরা আরও উৎসাহ পেলাম।

উল্লেখ্য আজ বৃহস্পতিবারই এই ক্লাবের একটিবখবর আমরা প্রকাশ করি। সেই খবরে ক্লাব সদস্যরা আক্ষেপ করেছিলেন,লাগাতার ১৪ দিন ধরে তাঁরা এলাকার কোয়ারেনটাইনে থাকা মানুষদের দুবেলা খাবার পরিবেশন করেলো প্রশাসনের তরফে তাঁরা কোনো সহযোগিতা পাননি। এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকেও তাঁদের এই মহান কাজে সহযোগিতা করা হয়নি।

সে খবরই পৌঁছয় সাংসদ অভিনেতা দেবের কাছে। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না জানান,দেব তাঁকে এই সব সামগ্রী ক্লাবের হাতে তুলে দিতে বলেন। আর সেই সামগ্রী নিয়ে ক্লাবে এলেন বিকাশ বাবু। ক্লাবের এই ছোট্ট ভাবাবেগকেও সাংসদ দেব আমল দিলেন এতেই খুশি ক্লাব সদস্যরা। ক্লাবের কার্যকরী সভাপতি রাজ কুমার আলু বলেন,এই সামগ্রীতে হয়তো আরও ১০ দিন রান্না হবে কিন্তু তার পরেও আমাদের মনে বল থাকবে প্রশাসন আমাদের পাশে আছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা