পারিবারিক বিবাদ মিটতেই ২২ বছর পর দাসপুরের সুরতপুর গ্রামের বাগপোতা শিব মন্দির সংলগ্ন এক পুকুর থেকে ধরা হল মাছ। সোমবার জালে উঠে এল একের পর এক ১৫ থেকে ১৬ কেজি ওজনের কাতলা। আর এই দৃশ্য দেখতে গ্রামবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো।
স্থানীয়দের থেকে জানাগেছে ওই পুকুরটির ওই গ্রামের মান্না পরিবারের। নিজেদের মধ্যে পারিবারিক বিবাদের জেরে দীর্ঘদিন ধরে এই পুকুরে মাছ ধরা হয়নি,২২ বছর পর আজ মাছ ধরা হল। আর সেইসব মাছ দাসপুরের আড়ত থেকে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ল।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












