গৃহবধূ হলেও সংসারের কাজ সামলে ঘাটাল পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের শাশ্বতী দাস নিজের সেই নতুর কিছু সৃষ্টির নেশাতে আজও বুঁদ। পড়ে থাকা পাখির পালক থেকে গাছের পাতা এগুলিও তাঁর শিল্প সৃষ্টির মাধ্যম। ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে কবিগুরুকে একেবারেই অন্যভাবেই শ্রদ্ধা জানালেন শাশ্বতী দেবী। পাখির পালকের মাঝে সংসারের কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ফুটিয়ে তুললেন বিশ্বকবি রবীন্দ্রনাথকে। শাশ্বতী দেবী জানাচ্ছেন এই সৃষ্টির মধ্যদিয়েই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছেন।
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...