ঘাটাল মহকুমার শীতকালীন মেলা

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: শীত পড়তে না পড়তেই শুরু হয়েছে গ্ৰামীণ মেলা, শীতকালীন মেলা ও উৎসবগুলি। অন্যান্য [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] জায়গার মতো আমাদের ঘাটাল মহকুমাতেও শীতকালীন মেলাগুলির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রতিবছরই ডিসেম্বরের শুরু থেকেই মহকুমার কোথাও না কোথাও মেলা চলতেই থাকে। কোনোটি আটদিনের তো কোনোটি আবার ১২ দিনের মেলা। আর এই কয়েকটা মাস শীতকালীন এই মেলাগুলিকে ঘিরে যেন উৎসবমুখর হয়ে ওঠেন মহকুমাবাসীরা। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই মেলাগুলিতে ভিড় জমান। এক ঝাঁক নামী দামি শিল্পীদের নিয়ে মেলার অনুষ্ঠানও জমে ওঠে। আর মেলা মানে খাওয়া দাওয়া তো থাকবেই। তা সে যে মেলাই হোক। ফুচকা, ভেলপুরি, ডিম-ঘুগনি থেকে বিরিয়ানির স্টল সমস্তটাই থাকে মেলার মধ্যে। পোশাকের স্টল, স্টেশনারি দোকান থেকে হরেকমালের দোকানের সামনেও থাকে থিকথিকে ভিড়।
মহকুমায় ঠিক কতগুলি মেলা হচ্ছে তার পরিসংখ্যান রাখার পদ্ধতি প্রশাসনিক ভাবে নেই। তাই ঘাটাল মহকুমার ৪৮টি গ্রামপঞ্চায়েত এবং পাঁচটি পুরসভার মধ্যে কোথায় কবে মেলা হচ্ছে সেটা আমাদের পক্ষেও জানা সম্ভব নয়। এ পর্যন্ত যতগুলি মেলা সম্বন্ধে আমরা জানতে পেরেছি সেগুলি তুলে ধরছি। এর বাইরেও যদি কোনও মেলা বাদ পড়ে যায় তাহলে মেলা কমিটিগুলি আমাদের স্থানীয় সংবাদ এর  দপ্তরে যোগাযোগ করে জানিয়ে দিতে পারেন। সাংবাদিকদের ফোন নম্বর: 9933998177/ 9732738015/ 9932953367/9547031200.
•২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর: দাসপুর-১ ব্লকে কল্মীজোড় গ্রামীণ মেলা
•১২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর: দাসপুর সবুজ উৎসব। দাসপুর গঞ্জে।
•২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি: সবুজসাথী উৎসব। সোনাখালিতে।
•২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর: গ্রামীণ উৎসব ও কৃষি মেলা। খুকুড়দহে।
•২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি: বি.বা.দী উৎসব ও বিবেক গ্ৰামীণ মেলা। হাটসরবেড়িয়াতে হবে।জগন্নাথবাটি বিনয়-বাদল-দীনেশ ক্লাবের উদ্যোগে ওই ক্লাবেরই ফুটবল ময়দানে মেলাটির আয়োজন করা হবে।
•২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর: ক্ষুদিরাম মেলা। ঘাটাল ব্লকের রাধানগরে।
•৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি: লোকসংস্কৃতি মেলা। চন্দ্রকোণা-১ ব্লকের জাড়াতে।
•৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি: বিদ্যাসাগর মেলা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে অনুষ্ঠিত হবে।
•১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি: পত্র ও পুষ্প প্রদর্শনী। মেলাটি হবে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের দক্ষিণে ১৬ নম্বর ওয়ার্ডের প্রসন্নকুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানে। নানা রকম বাহারি ফুলের প্রদর্শনী হয় এই মেলায়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠেপুলির স্টল থাকে ওই মেলাতে।
•১৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি: গঙ্গামাতার পুজো ও মকর সংক্রান্তির মেলা। তরুণ সঙ্ঘ পরিচালিত। ঘাটাল শহিদ ক্ষুদিরাম ক্রীড়াঙ্গণণে। ঘাটাল শহরের গড়প্রতাপ নগরে। এই মেলাটি ঘুড়ি উড়ানোর মেলা নামেও পরিচিত। মেলাটি এবার ৬৫ তম বছরে পদার্পণ করল।
•১৫ জানুয়ারি থেকে১৯ জানুয়ারি: সংহতি মেলা। ঘাটাল শহর লাগোয়া শীতলপুর ফুটবল মাঠে। এবছর ৩২ তম বর্ষ।
•১৫ জানুয়ারি(এক দিনের): মকর সংক্রান্তির মেলা। ঘাটাল শহরের শিলাবতী নদী বক্ষে।
•১৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি: ঘাটাল উৎসব ও শিশু মেলা। এই মেলাটির জন্য শুধু ঘাটালের মানুষ নয়, সারা মহকুমার মানুষ এবং মহকুমার বাইরেরও বহু মানুষ অপেক্ষায় থাকেন। ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত ওই মেলাটি এই নিয়ে ৩৪তম বর্ষে পদার্পণ করবে। মেলাটি আনুষ্ঠানিকভাবে ২৫ জানুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও ২৫ তারিখের পরও কিছুদিন থাকে মেলাটি। অনুষ্ঠান না চললেও বেশ কিছু দোকান থেকে যায় কয়েকদিন পর্যন্ত। যেটিকে “ভাঙা মেলা” বলা হয়ে থাকে। এখানেও অনেকেই ভিড় করেন শেষ মুহূর্তে স্বল্প দামে কেনাকাটার জন্য।
•২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি: নেতাজি সুভাষ মেলা। চন্দ্রকোণা-১ ব্লকের কালিকাপুরে।
•২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি: পঞ্চমীর মেলা। প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় হয়ে থাকে। দাসপুর-১ ব্লকের কোটাল পুরে।
•২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি: পঞ্চমীর মেলা।প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় হয়ে থাকে। তরুণ সঙ্ঘ পরিচালিত। ঘাটাল ব্লকের রঘুনাথপুরে।
•২৬ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি: সমন্বয় মেলা ও বাণী বন্দনা।প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় হয়ে থাকে। ঘাটাল ব্লকের কামার গেড়িয়ায় টাওয়ারের পাশের মাঠে।
•২৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি:চাঁইপাট বিদ্যাসাগর শরৎ সুকান্ত মেলা। চাঁইপাটে।
•২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি:  ঘাটালের মারিচ্যায় মিলন মেলা শুরু হচ্ছে।
•৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি: পল্লি সংস্কৃতি উৎসব ও মেলা। চন্দ্রকোণা-১ ব্লকের মহাবালাতে।
•১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি: ভীম একাদশীর মেলা: দাসপুর-১ ব্লকের চাঁদপুরে।
•১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি: শিবরাত্রির মেলা। দাসপুর-১ ব্লকের বেলতলায়।
•ফেব্রুয়ারি মাসে: অজিত ভুঁইয়া স্মৃতি মেলা। দাসপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের নেতা অজিত ভুঁইয়ার স্মৃতিতে ওই মেলা হয় দাসপুর-১ ব্লকের নাড়াজোলে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015