এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থানার চৌকা শিব-শীতলা মন্দিরে তালা ভেঙে চুরি হল

Published on: July 3, 2020 । 7:56 PM

নিজস্ব সংবাদাতা: ২ জুলাই গভীর রাতে ঘাটাল থানার চৌকা শিব-শীতলা মন্দিরে তালা ভেঙে চুরি হল। চুরি গিয়েছে বিগ্রহের গায়ের লক্ষাধিক টাকার সোনা রূপার গয়না। এলাকার বাসিন্দা অনুপ কর জানান, পুরোহিত বেলা ১১টা নাগাদ পুজো করতে এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা এবং বিগ্রহের গায়ের গয়না নেই। পাশাপাশি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ তিন দুষ্কৃতী মন্দিরে ঢোকে এবং ২টো নাগাদ বেরিয়ে যায়। একই সঙ্গে পাশাপাশি একটি ভুষিমাল দোকানের তালা ভেঙে চুরি গিয়েছে টাকা মোবাইল ফোন ও কিছু মালপত্র। ঘাটাল থানায় মন্দির চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]