এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বাড়ি থেকে ১৮টি সাপের বাচ্চা, আতঙ্কে এলাকাবাসী

Published on: July 9, 2020 । 5:36 PM

রামকৃষ্ণ চক্রবর্তী: এক এক করে ১৮টি গোখুরো সাপের বাচ্চা বেরিয়ে এল। আজ ৯ জুলাই ঘাটাল থানার প্রতাপপুরের বাসিন্দা অষ্ট পাঁজার মাটির বাড়ি থেকে একের পর এক এভাবেই সাপ বেরিয়ে আসে। পর পর সাপগুলি বেরিয়ে আসার ফলে ওই পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যার ফলে বনদপ্তরে খবর না দিয়ে সাপের বাচ্চাগুলিকে মেরে ফেলেছেন। মা সাপটিকে এখনও পাওয়া যায়নি। খুব ভয়ে ভয়ে রয়েছেন অষ্টবাবু ও তার পরিবার।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad