এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গভীররাতে বাড়িতে আগুন, ভস্মীভূত একাংশ

Published on: July 27, 2020 । 6:23 AM

নিজস্ব সংবাদদাতা: গভীররাতে বাড়িতে আগুন লেগে বিপত্তি বাঁধল দাসপুর-২ ব্লকের দুবরাজপুর গ্রামে। ২৭ জুলাই ঘটনাটি ঘটে ওই গ্রামের অলোক রানা ও হরিপদ রানার বাড়িতে।  অলোকবাবু ও হরিবাবুর পাকাবাড়ি লাগোয়া একটি মাটির বাড়ি রয়েছে। ওই মাটির বাড়িতেই রান্নাঘর ছিল। রান্নাঘরের উনুন থেকেই অসাবধানতাবশত কোনও ভাবে আগুন ছিটকে পাশে পড়ে থাকা শুকনো কাঠ ও জ্বালানিতে আগুন লেগে যায়। রাত প্রায় ১টা নাগাদ প্রতিবেশী মান্নাপাড়ার এক মহিলা বাথরুম করতে বাইরে বেরিয়ে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকে। চিৎকারে আশেপাশের কয়েকজন প্রতিবেশী উঠে বালতি নিয়ে ছুটে গিয়ে আগুন নেভায়। হরিবাবু বলেন, আর একটু দেরি হলে পাশে থাকা একটি ইঞ্জিন ভ্যানে আগুন লেগে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177