এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার বিডিও বদলি হচ্ছেন

Published on: August 19, 2020 । 8:09 PM

তৃপ্তি পাল কর্মকার: চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও শাশ্বতপ্রকাশ লাহিড়ি বদলি হচ্ছেন। তিনি বদলি হয়ে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও হয়ে যাচ্ছেন। আজ ১৯ আগস্ট রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট (Personnel & Administrative Reforms Department)থেকে তাঁর বদলি হওয়ার নির্দেশ বেরিয়েছে। চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও হয়ে আসছেন হিঙ্গলগঞ্জের বিডিও সৌম্য ঘোষ। এই সপ্তাহেই সৌম্যবাবু যোগ দিতেন পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad